আমি চূড়ান্ত গন্তব্যে পৌঁছাবোই: শাকিব খান

ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। চলচ্চিত্র ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন অনেক সুপারহিট ছবি। শুধু বাংলাদেশেই নয় ওপার বাংলাতেও তিনি সুপারস্টার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

অন্যান্য তারকাদের মতন শকিব খানও নিজের সব আপডেট ভক্তদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। শাকিব মনে করেন, ভক্তদের আরো কাছে পৌঁছে যাওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের বিকল্প এখন কিছু নেই।

তারই ধারাবাহিকতায়  সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে শাকিব খান একটি ছবি পোস্ট করেছেন। ছবিটি ‘পাসওয়ার্ড’ সিনেমার পোস্টারে নিজের একটি লুক। এই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, আমি চূড়ান্ত গন্তব্যে পৌঁছাবোই। এখনই না, তবে একদিন অবশ্যই পৌঁছাবো।

গত ১৬ ডিসেম্বর শাকিব অভিনীত ‘নবাব এলএলবি’ ওটিটি প্লাটফর্ম আই থিয়েটারে মুক্তি পায়। সিনেমাটি ব্যাপক সমালোচিত হলেও তার অভিনয় প্রশংসা পেয়েছে। মুক্তির অপেক্ষায় কিং খানের ‘বিদ্রোহী’ সিনেমাটি। আসছে ঈদে ছবিটি মুক্তি পাওয়ার কথা।

অর্থসূচক/এএ/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.