বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। আজ মঙ্গলবার (০৫ জানুয়ারি) বিকেল ৫টায় বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
রক্তের হিমোগ্লোবিন কমে যাওয়ায় গত ২৯ ডিসেম্বর মওদুদ আহমদকে এভার কেয়ার (এপোলো) হাসপাতালের সিসিইউ-তে ভর্তি করা হয়। সেখানে প্রফেসর শাহাবুদ্দিন আহমেদ তালুকদারের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন আছেন মওদুদ আহমেদ। ভর্তি হবার পর দু’বার কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে। দু’বারই করোনা নেগেটিভ রিপোর্ট আসে।
শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ৬ সদস্যের মেডিকেল বোর্ড আজ (০৫ জানুয়ারি) দুপুর ২টায় মওদুদ আহমদের শারীরিক অবস্থা পর্যালোচনা করেন। পর্যালোচনা শেষে মওদুদ আহমদের স্ত্রী হাসনা জমিসউদ্দিন মওদুদ ও ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনকে অবহিত করেন মেডিকেল টিম। উপস্থিত ছিলেন একান্ত সচিব মমিনুর রহমান সুজন।
মেডিকেল বোর্ডের প্রধানের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন। পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন তিনি।
অর্থসূচক/কেএসআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.