সান্তাহারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন

আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়ে বগুড়ার আদমদিঘীতে যমুনা ব্যাংক লিমিটেডের বগুড়া শাখার অধীনে সান্তাহার উপশাখা উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি এ উপশাখা উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উপশাখার উদ্বোধন করেন যমুনা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক মো. বেলাল হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেডের রিটেইল ব্যাংকিং ডিভিশনের প্রধান কর্মকর্তা মো. মঞ্জুরুল আহসান শাহ্। আরও উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, আশপাশের শাখাসমূহের প্রধানগণ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক গ্রাহক।

অর্থসূচক/কেএসআর

মন্তব্য
Loading...