কালো পতাকা-কালো ব্যাজে ৫ জানুয়ারি স্মরণ করবে বিএনপি

গত ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদের ‘একতরফা নির্বাচন’ করার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

কর্মসূচির অংশ হিসেবে ৫ জানুয়ারি সারাদেশে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করবে দলটি। এছাড়া এদিন সারাদেশে বিএনপির নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন।

আজ সোমবার (০৪ জানুয়ারি) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

উল্লেখ্য, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে বিএনপিসহ নিবন্ধিত অধিকাংশ দল। ফলে নির্বাচনের আগেই সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হওয়া ক্ষমতাসীন আওয়ামী লীগ সেবার টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করে।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.