দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৩০ নভেম্বর-০৪ ডিসেম্বর) সর্বোচ্চ লেনদেনের তালিকায় শীর্ষস্থান দখল করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৭৯ লাখ টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ৫৭ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন করেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটির দৈনিক গড় লেনদেন দাঁড়িয়েছে ১৪ কোটি ৯৪ লাখ টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ৬৩ শতাংশ।
তৃতীয় অবস্থানে রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে ১১ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ২ দশমিক ৮৭ শতাংশ।
এর পরের অবস্থানগুলোতে থাকা কোম্পানিগুলো হলো- ওরিয়ন ইনফিউশন, লাভেলো আইসক্রিম, এসপিএলসি দৈনিক গড়, সামিট অ্যালায়েন্স, ফাইন ফুডস, মন্নু ফেব্রিক্স এবং প্রগতি ইন্স্যুরেন্স।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.