ইইউ-যুক্তরাজ্যের সঙ্গে বৈঠক করবে ইরান

সুইজারল্যান্ডের জেনেভায় যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির, সেখানে তিনি ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে।

 

ইইউে এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কাল্লাসেরও বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে।যদি এই বৈঠক হয়, তবে এটি হবে ইসরায়েল-ইরানের এক সপ্তাহ ধরে চলা পাল্টাপাল্টি হামলার পর ইরান ও পশ্চিমা নেতাদের মধ্যে প্রথম কোনো সরাসরি বৈঠক।

 

বৈঠকের মূল লক্ষ্য থাকবে ইরানকে আবারো আলোচনার টেবিলে আনা। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ নোয়েল ব্যারো বলেন, এই আলোচনার লক্ষ্য হচ্ছে ইরানকে তাদের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি স্থায়ীভাবে সীমিত করার বিষয়ে রাজি করানো।

 

এক্স-এ (সাবেক টুইটার) এক বিবৃতিতে ল্যামি বলেন, এখনই সময় মধ্যপ্রাচ্যে যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা বন্ধ করা এবং এই আঞ্চলিক সংঘাত ঠেকানো, যা কারো জন্যই উপকার বয়ে আনবে না।

 

এদিকে ল্যামি ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিওর পূর্ববর্তী বৈঠকে তারা একমত হন যে, “ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করতে পারবে না।”

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.