ইরানের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা ও ব্রিটিশ সরকার। নিষেধাজ্ঞার কৌশল মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা দেশগুলোর কাছে গ্রহণীয় এমন একটি হাতিয়ার যা তারা স্বাধীন দেশগুলোর উপর অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ প্রয়োগ করার পাশাপাশি তাদের বিচ্ছিন্ন এবং আত্মসমর্পণের লক্ষ্যে প্রয়োগ করে থাকে।
মার্কিন ট্রেজারি বিভাগ এবং ব্রিটিশ সরকার পৃথক বিবৃতিতে ঘোষণা করেছে যে তারা ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার তালিকায় ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের ডেপুটি কমান্ডার এবং ৫টি নতুন প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করেছে।
১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের বিজয়ের পর থেকে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির অর্থনীতিতে আঘাত করার চেষ্টা করছে এবং এমন কোনো শিল্প আর বাকি নেই যার উপর তারা নিষেধাজ্ঞা দেয়নি।
এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং হোয়াইট হাউসের পশ্চিমা মিত্রদের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান বৈজ্ঞানিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অব্যাহত রেখেছে। পার্সটুডে
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.