পাকিস্তানে পুলিশ স্টেশনে সন্ত্রাসী হামলা, নিহত ১০

পাকিস্তানের এক পুলিশ স্টেশনে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা এতে অন্তত ১০ পুলিশ সদস্য মৃত্যু বরণ করেছে এবং ৬ জন আহত হয়েছে। রোববার দিবাগত রাতের এ ঘটনা ঘটে। খবর জিও নিউজ।

এ ঘটনায় পুলিশ জানায়, পাকিস্তানের খাইবার পখতুনখাওয়ায় ডেরা ইসমাইল খান জেলার পুলিশ স্টেশনে স্থানীয় সময় রাত ৩টার দিকে তেহসিল ডারাবানে ভারি অস্ত্র নিয়ে পুলিশ স্টেশনে হামলা চালায় সন্ত্রাসীরা। তারা গ্রেনেড ও ভারি অস্ত্রে গুলি করতে করতে পুলিশ স্টেশন চারদিক থেকে ঘিরে ফেলে। পুলিশও পাল্টা ব্যবস্থা নেয়। উভয় পক্ষের মধ্যে গুলির লড়াইয়ের পর সন্ত্রাসীরা রাতের আধারে পালিয়ে যায়।

এ ঘটনায় আহতদের উদ্ধার করে ডিএইচকিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর ওই এলাকা ঘেরাও করে রেখেছে পুলিশ বাহিনী। পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের ধরতে বড় আকারে তল্লাশি অভিযান শুরু করেছে। বাড়তি শক্তি হিসেবে এতে যোগ দিয়েছে কুইক রেসপন্স বাহিনী।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.