লেনদেনের শীর্ষে ফু-ওয়াং ফুডস

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৪ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুডস লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, ফু-ওয়াং ফুডসের ৬৯ কোটি ২৫ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা খুলনা প্রিন্টিংয়ের আজ ৫২ কোটি ২৭ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৪৪ কোটি ৫৪ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ফরচুন সুজ লিমিটেড।

রোববার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড,অলিম্পিক এক্সেসরিজ, মালেক স্পিনিং, ইভিন্স টেক্সটাইল, আইএফআইসি ব্যাংক, একমি পেস্টিসাইড, এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড।

 

অর্থসূচক/এমআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.