অস্ট্রেলিয়ায় কার্যক্রম বৃদ্ধির ঘোষণা এমিরেটসের

বর্ধিত যাত্রী চাহিদার পরিপ্রেক্ষিতে এমিরেটস এয়ারলাইন অস্ট্রেলিয়ায় তাদের কার্যক্রম সম্প্রসারণের ঘোষণা দিয়েছে। এর অধীনে দুবাই-ব্রিসবেন রুটে দ্বিতীয় দৈনিক ফ্লাইট EK ৪৩০/৪৩১, পহেলা অক্টোবর ২০২৪ থেকে বৃহত্তর দ্বিতল এয়ারবাস এ৩৮০ এর সাহায্যে পরিচালিত হবে। এ ছাড়াও ১ ডিসেম্বর ২০২৪ থেকে দুবাই -পার্থ রুটে বোয়িং ৭৭৭-৩০০ইআর’র সাহায্যে দ্বিতীয় দৈনিক ফ্লাইট চালু করা হবে।

এ উদ্যোগের ফলে প্রতি সপ্তাহে অস্ট্রেলিয়ায় ভ্রমণকারীদের জন্য অতিরিক্ত ৬,৯০০ আসনের সংস্থান হবে। বানিজ্যিক কার্গো পরিবহনেও সক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পাবে।

এমিরেটস বর্তমানে ব্রিসবেন, পার্থ, সিডনি এবং মেলবর্ণে সপ্তাহে ৬৩ টি ফ্লাইট পরিচালনা করছে। এসকল ফ্লাইট পরিচালনায় ব্যবহৃত হচ্ছে এয়ারবাস এ৩৮০ এবং বোয়িং ৭৭৭। এয়ারলাইনটি অস্ট্রেলিয়ায় এবং অস্ট্রেলিয়া থেকে সপ্তাহে ৫৬,০০০ যাত্রী পরিবহণ করছে।

এয়ারলাইনটি বর্তমানে ঢাকায় সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে এবং যাত্রীরা ভায়া দুবাই বিশ্বের প্রায় ১৪০টি গন্তব্যে সুবিধাজনক সংযোগ পাচ্ছেন। একমাত্র এয়ারলাইন হিসেবে এমিরেটস বাংলাদেশে ‘প্রথম শ্রেণী’ সেবা অফার করে।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.