স্বাধীন রাষ্ট্র গঠনের ব্যাপারে ফিলিস্তিনি জনগণের অধিকারকে স্বীকৃতি দেয়ার জন্য বিশ্বের সমস্ত দেশের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিয় গুতেরেস।
শনিবার উগান্ডার রাজধানী কাম্পালায় জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে দেয়া বক্তৃতা এই আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব।
ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্র গঠনের অধিকার অস্বীকার করার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, এটি কোনভাবেই গ্রহণযোগ্য নয়। ফিলিস্তিনিদের রাষ্ট্র গঠনের অধিকারকে এবং তাদের নিজেদের স্বাধীন রাষ্ট্র থাকার বিষয়টি অবশ্যই সবাইকে মেনে নিতে হবে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইসরাইল সাড়ে তিন মাসের বেশি সময় ধরে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে। এর মধ্যেই জাতিসংঘ মহাসচিব এসব কথা বললেন। ইসরাইলের আগ্রাসনে এ পর্যন্ত ২৪ হাজার ৯২৭ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার শতকরা ৭০ ভাগের বেশি নারী ও শিশু।
সম্প্রতি দখলদার ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আলাদা ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয়টি মেনে নিতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছেন। পার্সটুডে
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.