পাকিস্তানের সহ-অধিনায়ক রিজওয়ান

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য তিন সপ্তাহ আগেই স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেন ওয়াহাব রিয়াজ।

সেই দলের সহ-অধিনায়কের নাম অবশ্য তখন জানায়নি পাকিস্তান। এবার জানা গেল, পাকিস্তানের সহ-অধিনায়কত্ব করবেন মোহাম্মদ রিজওয়ান। এই সিরিজে প্রথমবার পাকিস্তানের টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে পেসার শাহিন শাহ আফ্রিদিকে। চোটের কারণে দলে নেই লেগ স্পিনিং অলরাউন্ডার শাদাব খান। নেই মোহাম্মদ হারিসও।

১২ জানুয়ারি অকল্যান্ডে হবে সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের দ্বিতীয় ম্যাচটি ১৪ জানুয়ারি, ভেন্যু হ্যামিল্টন। ১৭ জানুয়ারি তৃতীয় টি-টোয়েন্টি, ভেন্যু ডানেডিন। ১৯ জানুয়ারি চতুর্থ এবং ২১ জানুয়ারি পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে, দুটির ভেন্যুই ক্রাইস্টচার্চ।

পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড- শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক), ফখর জামান, হারিস রউফ, আমের জামাল, আব্বাস আফ্রিদি, আজম খান, হাসিবউল্লাহ খান, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, শাহিবজাদা ফারহান, সাইম আয়ুব, উসামা মির ও জামান খান

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.