দুবাই এয়ারশো এ সোমবার (১৩ নভেম্বর) ৯৫টি অতিরিক্ত সুপরিসর উড়োজাহাজের ক্রয়াদেশ প্রদান করেছে এমিরেটস এয়ারলাইন। এর ফলে এয়ারলাইনটির অর্ডার বুকে মোট উড়োজাহাজের সংখ্যা দাঁড়ালো ২৯৫টি। অর্ডারকৃত বোয়িং ৭৭৭-৯, ৭৭৭-৮ এবং ৭৮৭ উড়োজাহাজগুলোর মূল্য ৫২বিলিয়ন মার্কিন ডলার।
ক্রয়াদেশ চুক্তিতে স্বাক্ষর করেন এমিরেটস এয়ারলাইন ও গ্রুপের চেয়ারম্যান এবং সিইও শেখ আহমেদ বিন সাঈদ আল মাকতুম এবং বোয়িং কমার্শিয়াল এয়ারপ্লেনসের প্রেসিডেন্ট ও সিইও স্ট্যান ডিল এবং জিই চেয়ারম্যান ও সিইও এবং জিই এরোস্পেসের সিইও ল্যারি ক্যাল্প।
শেখ আহমেদ তার বক্তব্যে বলেন, “প্রথম দিন থেকেই এমিরেটস বিজনেস মডেলের মূল বিষয় ছিল আধুনিক এবং দক্ষ সুপরিসর উড়োজাহাজ পরিচালনা করা, যার ফলে ভায়া দুবাই একই সঙ্গে বেশি সংখ্যক যাত্রী দূর দূরান্তে আরামপ্রদতা ও নিরাপত্তার সঙ্গে পরিবহণ করা সম্ভব হবে। আজকের এই ক্রয়াদেশের মাধ্যমে আমাদের সেই কৌশলের প্রতিফলন ঘটেছে”।
এমিরেটস বর্তমানে বোয়িং ৭৭৭ উড়োজাহাজের সর্ববৃহৎ অপারেটর। এয়ারলাইনটি ৫৫টি অতিরিক্ত ৭৭৭-৯ এবং ৩৫টি ৭৭৭-৮ এর নিশ্চিত ক্রয়াদেশ প্রদান করেছে এই চুক্তির মাধ্যমে। এই নিয়ে ৭৭৭-এক্স এর অর্ডার ২০৫টিতে উন্নীত হলো।
ইতোপূর্বে এমিরেটস যে ১১৫টি ৭৭৭-৯ এর ক্রয়াদেশ প্রদান করেছিল তার প্রথমটির ডেলিভারি ২০২৫ সালে পাওয়া যাবে। বর্তমান ক্রয়াদেশে এটা নিশ্চিত হয়েছে যে ২০৩৫ সাল পর্যন্ত এমিরেটস ৭৭৭-৯ উড়োজাহাজ তাদের বহরে যুক্ত প্রক্রিয়া অব্যহত রাখবে। এমিরেটস প্রথম এয়ারলাইন হিসেবে ২০৩০ সালে ৭৭৭-৮ যাত্রীবাহী উড়োজাহাজ পরিচালনা শুরু করবে।
বর্তমান চুক্তির ফলে ড্রীমলাইনারের জন্য অর্ডারের সংখ্যা দাঁড়ালো ৩৫টিতে যার মধ্যে বোয়িং ৭৮৭-১০ ১৫টি এবং বোয়িং ৭৮৭-৮ ২০টি।
এমিরেটস বর্তমানে যেসকল উড়োজাহাজ পরিচালনা করছে তার সবই ওয়াইড বডি। এয়ারলাইনটির বহরে রয়েছে এয়ারবাস এ৩৮০ এবং বোয়িং ৭৭৭ উড়োজাহাজ। এমিরেটস তার নিজস্ব হাব দুবাই থেকে ৬টি মহাদেশে ১৪০টির অধিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.