আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা মধ্যপ্রাচ্যকে বড় ধরনের যুদ্ধের মধ্যে ঠেলে দিতে চাইছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যখন বর্বর আগ্রাসন চালাচ্ছে এবং তার প্রতি আমেরিকা ও পশ্চিমা দেশগুলো অকুণ্ঠ সমর্থন দিয়ে চলেছে তখন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করলেন।
রাশিয়ার রাজধানী মস্কোয় একটি আন্তর্জাতিক প্রদর্শনী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় রুশ পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, এখন আমরা দেখছি অ্যাঙলো-স্যাক্সন মিত্ররা মধ্যপ্রাচ্য কে বড় যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যেতে চাইছে। ইংরেজিভাষী ও সাবেক উপনিবেশবাদী দেশগুলোকে অ্যাঙলো-স্যাক্সন মিত্র বলা হয়।
ল্যাভরভ বলেন, পশ্চিমাদের দৃষ্টিভঙ্গি একেবারেই পরিষ্কার হয়ে গেছে লিবিয়া, সিরিয়া, ইরাক এবং ইউক্রেনে। অন্যের সম্পদ শোষণ এবং লুটপাটের মধ্যদিয়ে পশ্চিমারা নিজেদের সমস্যা সমাধানের চেষ্টা করছে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমারা মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট ব্যবহারের মধ্যদিয়ে সারা বিশ্বের ওপর তাদের কর্তৃত্ব চাপিয়ে দেয়ার চেষ্টা করছে কিন্তু তাদেরকে মনে রাখতে হবে তারা এত সহজেই সবার ওপর এটি চাপিয়ে দিতে পারবে না। কারণ সময় আগের মতো নেই। পার্সটুডে
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.