সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক বিমান বাহিনী প্রধান এবং বিএনপি’র ভাইস প্রেসিডেন্ট এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স এবং ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
রবিবার (৫ নভেম্বর) ভোরে তাদের আটক করা হয়। রাজধানীতে নাশকতা, সহিংসতা এবং পুলিশ হত্যা মামলার এজাহারে তাদের নাম রয়েছে।
জানা গেছে, প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে টঙ্গী এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিমান বাহিনী প্রধান আলতাফ হোসেন চৌধুরীকে আটক করেছে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে র্যাব সদরদপ্তরে আনা হয়েছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতা মামলার এজাহার নামীয় আসামি হিসেবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে র্যাব সদর দফতরে আনা হয়েছে।
এদিকে, বিএনপির চেয়ারপাসনের মিডিয়া উইং সূত্রে জানানো হয়- দলের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) রাজধানীর একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
এ ছাড়া, এমরান সালেহ প্রিন্সের ছেলে আলিফের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর বলেন, ‘এমরান সালেহ প্রিন্স রাজধানীর বাড্ডায় বোনের বাসায় ছিলেন। সেখান থেকে তাকে আটক করা হয়েছে।’
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.