অনুমোদিত মূলধন বাড়াবে হাক্কানি পালপ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হাক্কানি পাল্প অ্যান্ড পেপারের পরিচালনা পর্ষদ অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ৫০ কোটি টাকা থেকে ১০০ কোটি টাকা পরযন্ত মূলধন বাড়াবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি প্রতিটি ১০ টাকা দরে ১০ কোটি সাধারণ শেয়ার ছেড়ে মূলধন বাড়াতে পারবে।

আসন্ন বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতি নিয়ে অনুমোদিত মূলধন বাড়াতে পারবে হাক্কানি পাল্প।

অর্থসূচক/এসএ/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.