তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত সংশোধনের দাবি পরিকল্পনা মন্ত্রীর

পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান বলেন, তামাক নিয়ন্ত্রণ আইন যত দ্রুত পাশ হবে, তত দ্রুত দেশের জনগণকে তামাকের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত করা সম্ভব হবে।

বুধবার (১১ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের এলডি হলে নারী মৈত্রী আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সভায় তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাশের দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে আবেদন পত্রে স্বাক্ষর করেন তিনি।

নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আকতার ডলির সভাপতিত্বে এই আলোচনা সভায় পরিকল্পনা মন্ত্রীর পাশাপাশি সংসদ সদস্য শেরীফা কাদের এবং সংসদ সদস্য রওশন আরা মান্নান তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত পাশের দাবীতে একমত পোষণ করে আবেদন পত্রে স্বাক্ষর করেন।

 

অর্থসূচক/ এইচএআই

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.