যক্ষ্মা নির্মূলে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহ্বান পরিকল্পনার

পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান বলেছেন, “এইডস, যক্ষ্মা এবং ম্যালেরিয়া প্রতিকার এবং প্রতিরোধ করা যায়। এর জন্য দরকার অঙ্গীকার, সংকল্প এবং সংহতি। আসুন আমরা সবাই মিলে যক্ষ্মা নির্মূলে প্রতিজ্ঞাবদ্ধ হই”।

বুধবার (১১ অক্টোবর) রাজধানীর পার্লামেন্ট মেম্বারস ক্লাবে (এল ডি হল) যক্ষ্মা নির্মূলের প্রতিশ্রুতি নিয়ে নারী মৈত্রী আয়োজিত ‘বিল্ডিং টিবি নেটওয়ার্কিং’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার যক্ষ্মা নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। গত এক দশকে লাখে মৃত্যু কমে দাঁড়িয়েছে ২৭ জনে। যক্ষ্মা নিয়ন্ত্রনে সচেতনত বাড়াতে হবে। সমাজ থেকে কুসংস্কার দূর করতে হবে, যাতে মানুষ বিচ্ছিন্নতার ভয়ে চিকিৎসা নেয়া বন্ধ না করে। পাশপশি সব সংসদ সদস্যদের নিজ জেলা, উপজেলা পরিদর্শন করতে হবে। এই সময়ে সবচেয়ে বেশি জরুরি- বিনামূল্যে যক্ষ্মা চিকিৎসা ও রোগ নির্ণয়ের’ বিষয়টি বিপুলসংখ্যক মানুষকে নেটওয়ার্কিং কার্যক্রমের মাধ্যমে দেশের সর্বস্তরে ছড়িয়ে দেওয়া।

তিনি ঢাকার বসতি এলাকার মানুষের মধ্যে যক্ষ্মা বিষয়ক সচেতনতা তৈরিতে কাজ করার জন্য নারী মৈত্রীকে ধন্যবাদ জানান।

অর্থসূচক/এইচএআই/এমএস

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.