শনিবার সকালে আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এই প্রাকৃতিক দুর্যোগের কারণে ২ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এরই মধ্যে বেড়েই চলেছে হতাহতের সংখ্যা। আফগানিস্তান ক্রিকেট দল এখন বিশ্বকাপে।
দেশে না থাকলেও রশিদ খানদের মন কাঁদছে দেশের জন্য। আফগান এই স্পিনার ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তারকা এই ক্রিকেটার বিশ্বকাপে পাওয়া ম্যাচ ফি’র অর্থ ক্ষতিগ্রস্তদের দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন রশিদ। আরও যারা ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে চান তাদের নিয়ে একটি তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন আফগানিস্তানের ক্রিকেটের সবচেয়ে বড় এই সুপারস্টার।
এ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘ভারাক্রান্ত মনে পশ্চিম প্রদেশের (হেরাত, ফারাহ ও বাদঘিস) ভূমিকম্পের মর্মান্তিক প্রভাবের খবর জেনেছি। আমি ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ম্যাচ ফি’র পুরোটা ক্ষতিগ্রস্তদের সাহায্যে দিচ্ছি। যারা সাহায্য করতে চান তাদের জন্য শীঘ্রই আমরা একটি তহবিল সংগ্রহের কর্মসূচি শুরু করব।’
আফগানিস্তানের দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে ১ হাজার ৩২৯টি বাড়ি বিধ্বস্ত হয়েছে ভূমিকম্পের কারণে। নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। আর আহতের সংখ্যা ৯ হাজার ২৪০ জন। আফগান সরকারের এক মূখপাত্র জানিয়েছেন, ভূমিকম্পের কারণে আতঙ্কিত হয়ে ভবন থেকে বেরিয়ে আসার সময়ই বেশিরভাগ মানুষ আহত হয়েছেন। আফগানিস্তানের পাহাড়ি অঞ্চলে ভূমিকম্পের কারণে ভূমি ধসের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.