বাংলাদেশ ব্যাংকে বাজল ফায়ার এলার্ম

দুপুর দুই টার বাংলাদেশ ব্যাংকে বেজে উঠেছে আগুনের সতর্কবার্তা। কিন্তু কর্মকর্তারা বলছেন বাংলাদেশ ব্যাংকে কোন আগুন লাগেনি। শিফট পরিবর্তনের সময় এক কর্মকর্তা ভুলবশত এই তথ্য পাঠিয়েছে পরবর্তী শিফট    ইনচার্জকে। এতেই কেন্দ্রীয় ব্যাংকে বেজে উঠেছে আগুনের সতর্কবার্তা বা অ্যালার্ম।

শুক্রবার দুপুর তিনটার দিকে বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা আবুল কাশেদ সাংবাদিকদের জানান, একজন কর্মকর্তার তথ্য পাঠানোর ভুলের কারণে এই এলার্ম বেজে উঠেছে কিন্তু কোনো অগ্নি সংযোগের ঘটনা ঘটেনি।

এর আগে গত সোমবার রাত ৮টা ৫৫ মিনিটে বাংলাদেশ ব্যাংকের পাশে অবস্থিত সেনা কল্যাণ ভবনে আগুন লাগার ঘটনা ঘটে। ঐদিন সেনা কল্যাণ ভবনের অষ্টম তলায় প্রাইম আগুন লাগে।

তবে অল্প কিছু সময়ের মধ্যেই ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট সেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরে খবর নিয়ে জানা যায় প্রাইম গ্রুপের অফিসে একটি স্ক্যানার অন করে রেখে যাওয়ার ফলে বৈদ্যুতিক কারণে এই আগুনের উৎপত্তি।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.