পাসপোর্ট-টিকিট ও ভিসা ছাড়াই এক শিশু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজে উঠে যাওয়ার ঘটনায় দায়িত্বরত ১০ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে এই ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
বুধবার এ তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনি ডিঙ্গিয়ে শিশুর ফ্লাইটে উঠে যাওয়ার ঘটনায় দায়িত্বরত ১০ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। এই ঘটনা তদন্তে ৫ সদস্যদের কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার ভোররাত ৩টা ১০ মিনিটে শিশুটিকে কুয়েতগামী একটি ফ্লাইটে পাওয়া যায়। শিশুটি যে সিটে বসেছিল সেই সিটের টিকিটধারী ব্যক্তি যখন আসেন তখন কেবিন ক্রুর নজরে আসে বিষয়টি। তিনি শিশুটির সঙ্গে কোনো অভিভাবককে দেখতে পাননি এবং শিশুটির কোনো টিকিট, পাসপোর্ট কিংবা বোর্ডিং পাসও খুঁজে পাননি। এই সময় তারা ফ্লাইটে থাকা সবাইকে গুণতে শুরু করেন এবং দেখেন যে তালিকার বাইরে একজন যাত্রী সেখানে বেশি। পরে শিশুটিকে বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটির (এভসেক) কাছে দেয় কুয়েত ওয়ারওয়েজ। সকালে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ শিশুটিকে বিমানবন্দর থানায় হস্তান্তর করে।
জানা গেছে, এই শিশুটির নাম জোনায়েদ মোল্লা (১০)। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরে। ঘটনার পর তার গ্রামের বাড়ি খবর পাঠানো হয়েছিল। জোনায়েদ মোল্লার বাবার নাম ইমরান মোল্লা। তার বাবা-মার মধ্যে বিচ্ছেদ হয়েছে। এখন কেউ শিশুটির খোঁজখবর রাখেন না। তাই তার চাচা মো. ইউসুফ মোল্লা থানায় আসেন। তার জিম্মায় শিশুটিকে দেওয়া হয়েছে।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.