হংকং এ তৃতীয় দৈনিক ফ্লাইট চালু করবে এমিরেটস

বর্ধিত যাত্রী চাহিদার পরিপ্রেক্ষিতে চলতি বছরের ১ নভেম্বর থেকে হংকং আরো একটি দৈনিক ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে এমিরেটস এয়ারলাইন। বর্তমানে দুবাই-হংকং রুটে দৈনিক দুটি ফ্লাইট পরিচালিত হচ্ছে যার মধ্যে একটি সরাসরি এবং অপরটি ভায়া ব্যাংকক।

নতুন দৈনিক ফ্লাইটটি পরিচালনায় ব্যবহৃত হবে সুপরিসর বোয়িং ৭৭৭-৩০০ইআর । উড়োজাহাজটিতে প্রথম, বিজনেস এবং ইকোনমি শ্রেণীর কেবিন থাকবে। বর্তমানে যে দুটি দৈনিক ফ্লাইট চলাচল করছে সেগুলির পরিচালনায় ব্যবহৃত হচ্ছে দ্বিতল এয়ারবাস এ৩৮০ উড়োজাহাজ।

নতুন ফ্লাইট চালু হলে একদিকে যেমন অতিরিক্ত যাত্রী আসন পাওয়া যাবে অপরদিকে যাত্রীদের জন্য সুবিধাজনক ফ্লাইট নির্বাচনের অপশনও বৃদ্ধি  পাবে।

এমিরেটস বর্তমানে ঢাকা থেকে সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে এবং ভায়া দুবাই বিশ্বের প্রায় ১৪০টি নগরীতে বাংলাদেশের সঙ্গে আকাশ পথে যুক্ত করছে।

 

অর্থসূচক/ এইচএআই

 

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.