ডিএসই চেয়ারম্যানের রচিত বইয়ের  দ্বিতীয় সংস্করণ প্রকাশিত

ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু রচিত চতুর্থ শিল্প বিপ্লবের অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর ভিত্তিক বইয়ের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছে।

“ÒQuantum Computing: A Pathway to Quantum Logic Design” নামের বইটির দ্বিতীয় সংস্করণ লন্ডনের বিখ্যাত প্রকাশনা সংস্থা “ÒInstitute of Physics (IOP)” কর্তৃক সদ্য প্রকাশিত হয়েছে। বইটি বিশ্বের ৪৭ টি দেশের ৩২৩ টি শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহৃত হচ্ছে৷

উল্লেখযোগ্য, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আমেরিকার বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান MIT, Stanford সহ কানাডার Waterloo University ও McGill University৷

 

অর্থসূচক/ এইচএআই

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.