৩০ টির অধিক এমিরেটস লাউঞ্জ এখন উন্মুক্ত

সারাবিশ্বে এমিরেটস এয়ারলাইনের ৩০টির অধিক এয়ারপোর্ট লাউঞ্জ এখন যাত্রীসেবা প্রদান করছে। প্রিমিয়াম গ্রাহকরা ফ্লাইটের পূর্বে এই লাউঞ্জগুলোতে এমিরেটসের আতিথেয়তা গ্রহণ করতে পারেন।

করোনা মহামারীর পর সম্প্রতি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কনকোর্স সি-এ এমন একটি লাউঞ্জ পুনরায় খুলে দেয়া হয়েছে।  ১,৩০৮ বর্গমিটার আয়তনের এই লাউঞ্জে ২৬৫টি আসন ছাড়াও রয়েছে বিশ্রাম, রিফ্রেশমেন্ট সহ অন্যান্য অনেক সুবিধা। প্রথম ও বিজনেস শ্রেনীর যাত্রীরা এবং এয়ারলাইনটির লয়্যালিটি প্রোগ্রাম এমিরেটস স্কাইওয়ার্ডসের সিলভার, গোল্ড ও প্লাটিনাম সদস্যরা বিনামুল্যে এই লাউঞ্জে সেবা নিতে পারেন। তবে প্রিমিয়াম ইকোনমি ও ইকোনমি শ্রেনীর যাত্রীরা  এ সেবা পেতে চাইলে তাদের ট্যাক্স ছাড়া জনপ্রতি ১৫০ মার্কিন ডলার এবং এবং স্কাইওয়ার্ডসের অন্যান্য সদস্যদের জনপ্রতি ট্যাক্স ছাড়া ১২৫ মার্কিন ডলার দিতে হচ্ছে। বর্তমানে যাত্রীরা ৪ ঘন্টা পর্যন্ত এই লাউঞ্জ সেবা গ্রহণ করতে পারছেন।

সারাবিশ্বে এমিরেটসের ৩৯ টি এয়ারপোর্ট লাউঞ্জের একটি বড় নেটওয়ার্ক রয়েছে, যার মধ্যে  ৭ টি দুবাইয়ে এবং ৩২ টি বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিমানবন্দরে ।

এমিরেটস বর্তমানে ঢাকায় সপ্তাহে ২১ টি  ফ্লাইট পরিচালনা করছে। যাত্রীরা ভায়া দুবাই বিশ্বের ১৩০টির অধিক গন্তব্যে ভ্রমণের সুবিধা পাচ্ছেন।

অর্থসূচক / এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.