আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের মধ্য আকাশে সংঘর্ষের ফলে দুটি বিমান বিধ্বস্ত হয়েছে। টেক্সাসের ডালাসে শনিবার আয়োজিত একটি এয়ার শো-তে এই দুর্ঘটনা ঘটে। বিমান দুটি বিধ্বস্ত হওয়ার পর অন্তত একজন পাইলটকে প্যারাস্যুটের সাহায্যে নিরাপদে নেমে আসতে দেখা যায়। তবে দুই পাইলটের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানা যায়নি এবং অন্য কোন হতাহতের ঘটনাও ঘটেনি।
আয়োজকরা জানিয়েছেন, দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময়কার একটি বি-১৭ বোমারু বিমান এবং একটি ছোট বিমানের মধ্যে সংঘর্ষের ফলে দুটি বিমানই মধ্য আকাশে বিধ্বস্ত হয়।
ভিডিও ফুটেজে দেখা যায়, ৪ ইঞ্জিন বিশিষ্ট বি-১৭ বোমারু বিমানটি ডালাস এক্সিকিউটিভ এয়ারপোর্টের ওপর দিয়ে খানিকটা কম উচ্চতায় উড়ে যাওয়ার সময় অত্যন্ত দ্রুত গতিতে ছুটে আসা ছোট বিমান বেল পি-৬৩ কিংকোবরা বোমারু বিমানটিতে আঘাত করে। এতে দুটি বিমানই ভেঙে টুকরো টুকরো হয়ে যায়।
বি-১৭ বোমারু বিমান যুদ্ধকালে সাধারণত ১০ জন ক্রু নিয়ে চলাচল করে। কিন্তু গতকাল যখন এই বিমানটি ধ্বংস হয় তখন তাতে কয়জন ক্রু ছিলেন তা স্পষ্ট নয়। পার্সটুডে
Two World War 2 Planes Collide Mid Air During Airshow In Texas , 6 Killed pic.twitter.com/GVwSk8taqg
— Snake Eyes ☠️ (@SnakeEyesOS) November 13, 2022
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.