বাংলাদেশ-ভারত সীমান্তে একের পর এক হত্যাকাণ্ডকে বাংলাদেশের জন্য দুঃখজনক এবং ভারতের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
সোমবার (১০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, এটি খুব দুঃখজনক। কিছু দিন পর পর বাংলাদেশ-ভারত সীমান্তে লোক মারা যায়। যদিও সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে যে আমরা একটি লাশও সীমান্তে দেখতে চাই না। কিন্তু তারপরেও দুর্ঘটনা ঘটে থাকে।
তিনি বলেন, সীমান্ত হত্যাকাণ্ড বাংলাদেশের জন্য দুঃখজনক এবং ভারতের জন্য লজ্জাজনক। কারণ, তারা যদি তাদের বাহিনীকে নিয়ন্ত্রণে না রাখে, ভারতের মতো একটি শক্তিশালী, উন্নত, পরিপক্ব গণতন্ত্র যদি তাদের বাহিনীকে নিয়ন্ত্রণে না রাখতে না পারে, তবে এটি লজ্জাজনক।
তিনি বলেন, কিছুক্ষণ আগে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ হয়েছে। সেখানে আমি রোহিঙ্গা প্রসঙ্গ তুলেছি। আমি বলেছি বিভিন্ন তথ্যমতে জানা যাচ্ছে যে গত পাঁচ বছরে মিয়ানমারে আপনারা যথেষ্ট বিনিয়োগ করেছেন। যদিও আপনারা কোনও কোনও জেনারেলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছেন, কিন্তু মিয়ানমারে বিনিয়োগ অনেকগুণ বেড়েছে। যুক্তরাজ্য হচ্ছে মানবাধিকারের নেতা। কিন্তু তারপরেও মিয়ানমারে তারা বিনিয়োগ করছে এবং এটি গ্রহণযোগ্য নয়।
রাখাইনে সংঘাত চলছে এবং এ সময় বাংলাদেশে গোলা ও গুলি এসে পড়ছে জানিয়ে তিনি বলেন, চীনের কাছে সহযোগিতা চেয়েছি। তারা বলেছে জানাবে এবং আমাদের বিশ্বাস তারা জানিয়েছে। তবে অনেক কিছু মিয়ানমার সরকারের নিয়ন্ত্রণের বাইরে। সেজন্য জানালেই যে তারা সবকিছু ঠিক করে ফেলতে পারবে, বিষয়টি সেরকম নয়।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.