পুঁজিবাজারে তালিকাভুক্ত সেবা ও রিয়েল এস্টেট খাতের কোম্পানি পাওয়ারটেক লিমিটেড জাহাজ চলাচল কোম্পানি সাইফ মেরিটাইম এলএলসির শতভাগ মালিকানা অধিগ্রহণ করবে সাইফ
আজ বৃহস্পতিবার (১৬ জুন) অনুষ্ঠিত সাইফ পাওয়ারটেকের পর্ষদ সভায় অধিগ্রহণের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাইফ মেরিটাইমকে অধিগ্রহণে সাইফ পাওয়ারটেকের ৫ লাখ দিরহাম ব্যয় হবে, বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ এক কোটি ২৬ লাখ ৯০ হাজার টাকা (১ দিরহাম সমান ২৫ টাকা ৩৮ পয়সা ধরে)।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সাইফ মেরিটাইম এলএলসি ভারী ট্রাক দ্বারা কার্গো পরিবহন, হালকা ট্রাক দ্বারা কার্গো পরিবহন, মালবাহী ও যাত্রী পরিবহনের শিপিং লাইন, সমুদ্রের মালবাহী ও যাত্রী চার্টার, কাস্টমস ব্রোকার, কার্গো লোডিং এবং আনলোডিং পরিষেবা, সি কার্গো কনটেইনারস, শিপিং সার্ভিস, শিপিং সার্ভিস লোডিং এবং আন লোডিং পরিষেবা, সি শিপিং লাইন এজেন্ট, মালবাহী ব্রোকার সার্ভিসের ব্যবসা পরিচালনা করবে।
এই ব্যবসায় বছরে কোম্পানির আনুমানিক ২৫ কোটি ৯৯ লাখ টাকার রাজস্ব আয় করতে পারবে। এতে কোম্পানিটির নিট মুনাফা ৩ কোটি ৮৯ লাখ টাকা।
এদিকে আজ দেশের দুই বাজারেই সাইফ পাওয়ারটেকের শেয়ারের দামে বড় উল্লম্ফন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৯ দশমিক ১৫ শতাংশ। শেয়ারের সর্বোচ্চ মূল্য বৃদ্ধির দিক থেকে আজ কোম্পানিটির অবস্থান ছিল তৃতীয়। এই বাজারে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ৩১ টাকা ৫০ পয়সা থেকে সর্বোচ্চ ৩৪ টাকা ৮০ পয়সার মধ্যে কেনাবেচা হয়েছে। ডিএসইতে কোম্পানিটির শেয়ার লেনদেনের পরিমাণ ছিল ৬৪ লাখ ১৬ হাজার ১৫৩ টি, যার মোট মূল্য ছিল ৬১ কোটি ৬১ লাখ টাকা।
অর্থসূচক/এমআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.