সিটি ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের লেনদেনের তারিখ নির্ধারণ করা হয়েছে। বন্ডটির লেনদেন আগামী ২০ জুন, সোমবার এন ক্যাটাগরিতে শুরু হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ডিএসইতে সিটি ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের টেডিং কোড হবে “CBLPBOND”। আর কোম্পানি কোড হবে ২৬০১১।
এর আগে গত ৯ জুন বন্ডটির আইপিও ইউনিট বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।
অর্থসূচক/এসএ/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.