ষাঁড়-ভালুকের লড়াই চলছেই
ষাঁড়-ভালুকের তীব্র লড়াই চলছে পুঁজিবাজারে। এই সূচক বাড়ছে তো, এই কমছে। আবার পড়ে যাওয়া সূচকের কিছুটা পুনরুদ্ধার হচ্ছে। এই লড়াইয়ের গতিধারায় মনে হচ্ছে শেষ পর্যন্ত ষাঁড়-ই জয়লাভ করবে। তবে লড়াই শেষ হওয়ার আগ পর্যন্ত কিছুই চূড়ান্ত নয়।
টানা পাঁচদিন দর পতনের পর আজ কিছুটা উর্ধমুখী ধারায় লেনদেন শুরু হয়েছিল পুঁজিবাজারে। তবে এ ধারা টেকসই হয়নি। কিছুক্ষণ পরেই সূচক কমতে থাকে। সেখান থেকে আবার ঘুরে দাঁড়ায়। আবার তীব্র বিক্রির চাপে নিচে নেমে আসে সূচক। সেখান থেকে ফের ঘুরে দাঁড়ানোর চেষ্টা।
একটি সুস্থ-স্বাভাবিক পুঁজিবাজারে এভাবে উঠা-নামার মধ্য দিয়েই আগায় লেনদেন। তবে গত কয়েক দিনের ধারা ছিল অনেকটা ভিন্ন। এ সময়ে সূচক কেবলই নিম্নমুখী হয়েছে। উধাও হয়ে গেছে শেয়ারের ক্রেতা। সেই বৃত্ত ভেঙ্গে আজ স্বাভাবিক ধারায় ফেরার চেষ্টা করছে বাজার।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ বুধবার (১৮ মে) তীব্র উর্ধমুখী ধারায় শুরু হয়েছিল লেনদেন। মাত্র ৫ মিনিটের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৪২ পয়েন্ট বেড়ে গিয়েছিল। কিন্তু লেনদেনের সপ্তাম মিনিটে এসেই হাওয়া বিপরীত দিতে বইতে থাকে। ধীরে ধীরে নিম্নমুখী হতে থাকে সূচক। বেলা সাড়ে দশটা নাগাদ এই সূচকের অবস্থান দাঁড়ায় ৬ হাজার ৪১৭ পয়েন্ট, যা আগের অবস্থান থেকে ৩০ পয়েন্ট কম।
বেলা পৌনে ১১টা নাগাদ সূচক প্রায় আগের অবস্থানে উঠে আসে। সেখান থেকে অনেকটা সমান্তরাল গতিতে এগুওতে থাকে সামনে। বেলা পৌনে ১২টা নাগাদ ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট কমে যায়। আবার সেখান থেকেই শুরু হয় পুনরুদ্ধার। বেলা সোয়া ১২টায় এই রিপোর্ট লেখার সময় সূচকটি আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট উপরে অবস্থান করছিল।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.