বাংলাদেশ-ভারত ট্রেন, ফের চালু হবে ১ জুন

করোনা মহামারীর কারণে প্রায় দুই বছর বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে বাংলাদেশ-ভারতের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল। এ রুটের যাত্রীবাহী ট্রেন তিনটি ১ জুন থেকে আবারও চলাচল করবে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

মঙ্গলবার (১৭ মে) বার্তা সংস্থা টিএনএনের বরাতে এ তথ্য জানায় টাইমস অব ইন্ডিয়া।

খবরে বলা হয়, জুন মাসে বাংলাদেশ সফরে আসছেন ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তার ওই সফরের সময় দুই দেশের মধ্যে মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস ও নিউ জলপাইগুড়ি-ঢাকা মিতালী এক্সপ্রেস চলাচল আবার শুরু হবে।

এর আগে ঢাকা-কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেস সপ্তাহে পাঁচদিন এবং খুলনা-কলকাতা রুটে বন্ধন এক্সপ্রেস দু’সপ্তাহ পরপর চলাচল করতো। কিন্তু করোনা হানা দিলে ট্রেন তিনটির চলাচল বন্ধ হয়ে যায়।

ট্রেন দুটি চালু করার সময় বাংলাদেশ ও ভারত একটি করে রেক দিয়েছিল। সবশেষ চালু হওয়া মিতালী এক্সপ্রেসের রেক দিয়েছে ভারত। ২০২১ সালের মার্চে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যৌথভাবে ঢাকা-নিউ জলপাইগুড়ি রুটের ট্রেনটি উদ্বোধন করেছিলেন।

জানা গেছে, বাংলাদেশীদের কাছে মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস বেশ জনপ্রিয়। এ দেশ থেকে চিকিৎসা করাতে লাখ লাখ মানুষ ট্রেনে যাতায়াতে স্বাচ্ছন্দ্য পান। অনেকের আবার বিমানে করে যাওয়ার সামর্থ্য থাকে না। সব মিলিয়ে নাগরিকদের ভরসা দু’দেশের মধ্যে চলাচল করা ট্রেনগুলো।

 

অর্থসূচক/এইচডি/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.