নাটোরের সিংড়া উপজেলার নিংগুইন বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- উপজেলার চকপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে বাপ্পি ইসলাম কনক (১৮) ও তেমুখ নওদাপাড়া গ্রামের আরব আলীর ছেলে আল আমিন শহিদ (২০)। তারা দুই জন বন্ধু ও এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তারা উপজেলার চকপুর বিলভরত উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী
রোববার (২৪ এপ্রিল) দুপুরের দিকে নাটোর-বগুড়া মহাসড়কের নিঙ্গুইন এলাকায় নাটোরগামী একটি বাসের চাপায় এই দুর্ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করে নাটোর ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি রেজওয়ানুল ইসলাম জানান, মোটরসাইকেল আরোহী দুই বন্ধুকে রবিবার বেলা সোয়া ১১টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের নিঙ্গুইন এলাকায় নাটোরগামী একটি বাস চাপা দেয়। এতে মোটরসাইকেলের চালক বাপ্পি ঘটনাস্থলেই নিহত ও আরোহী আল আমিন শহিদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক শহিদকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রামেকে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাস জব্দ করা হলেও চালক-হেলপার পালিয়ে গেছেন। দুর্ঘটনার শিকার মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.