এলপিজি এবং খাদ্য ব্যবসার সিদ্ধান্ত নেয়নি কে অ্যান্ড কিউ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কে অ্যান্ড কিউয়ের পরিচালনা পর্ষদ এলপিজি সম্প্রসারণ এবং খাদ্য ব্যবসার কোনো সিদ্ধান্ত নেয়নি।

গত ২৩ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক চিঠির জবাবে এ তথ্য জানায় কোম্পানিটি।

ডিএসই সূত্র জানায়, একটি অনলাইন সংবাদপত্র কোম্পানিটির ২০২০-২১ বার্ষিক প্রতিবেদনে চেয়ারম্যানের বক্তব্য উল্লেখ করে নতুন ব্যবসার তথ্যটি দিয়েছে। এ সম্পর্কে কোম্পানিটি জানায়, কথাটি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে কোম্পানির আকাঙ্খার কথা জানানো হয়েছে।

কোম্পানিটির পর্ষদ বর্তমানে  এলপিজি সম্প্রসারণ এবং খাদ্য ব্যবসা সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানায় কোম্পানিটি।

অর্থসূচক/এসএ/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.