ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে দুলামিয়া কটন লিমিটেড। আজ শেয়ারটির দর ৪ টাকা বা ৭.৩৮ শতাংশ কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি সর্বশেষ ৫০ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৪৭ বারে ১৪ হাজার ১৬টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ লাখ টাকা।
লুজার তালিকার দ্বিতীয় স্থানে থাকা অ্যারামিট সিমেন্টের ২ টাকা বা ৫.৭৮ শতাংশ দর কমেছে।
তালিকার তৃতীয় স্থানে থাকা আমরা নেটওয়ার্কসের দর ৩ টাকা বা ৫.৭৩ শতাংশ কমেছে।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ওয়ান ব্যাংক, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, ফনিক্স ফিন্যান্স, প্রভাতি ইন্স্যুরেন্স, হামিদ ফেব্রিক্স, মালেক স্পিনিং ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড।
অর্থসূচক/এসএ/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.