বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন ব্যাংক পরিদর্শন বিভাগ-৩ এর উপমহাব্যবস্থাপক মো. হারুনুর রশিদ।
মঙ্গলবার (১৬ মার্চ) এক কর্মচারী আদেশে তাকে মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি প্রদানপূর্বক হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১-এ আবকাশিক হিসেবে বহাল করা হয়েছে।
হারুনুর রশিদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় হতে ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর এবং মেট্রোপলিটান বিশ্ববিদ্যালয়, সিলেট হতে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৯ সালে অফিসার পদে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন।
এছাড়া সিলেট অফিসের বিভিন্ন বিভাগ/শাখাসহ প্রধান কার্যালয়ের ব্যাংক পরিদর্শন বিভাগ-৩-এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। হারুনুর রশিদ দাফতরিক ও ধর্মীয় কাজে থাইল্যান্ড, ভারত ও সৌদি আরব ভ্রমণ করেছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মনকাশাইর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
অর্থসূচক/এনএইচ/কেএসআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.