ইসলামী ব্যাংকের ঢাকা জজ কোর্ট উপশাখা উদ্বোধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর সদরঘাট শাখার অধীনে ঢাকা জজ কোর্ট উপশাখা উদ্বোধন করা হয়েছে। ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী প্রধান অতিথি হিসেবে এ উপশাখা উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মোঃ ইকবাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকটির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সাউথ জোনপ্রধান আবু ছাঈদ মুহাম্মদ ইদ্রিস।

স্বাগত বক্তব্য দেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সদরঘাট শাখা প্রধান বি. এম. হাবিবুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শেখ ফরিদ আহমদ এবং ভাইস প্রেসিডেন্ট এস এম এনায়েত হোসেন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন উপশাখা ইনচার্জ মোঃ নাসির উদ্দীন। এ সময় স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন|।

অর্থসূচক/আরএস/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.