র‌্যাবের দুঃসাহসিক অভিযান নিয়ে ‘অপারেশন সুন্দরবন’

সুন্দরবনকে জলদস্যু মুক্ত করার অভিযানের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘অপারেশন সুন্দরবন’। বন্যজীবন নিয়ে বাংলাদেশের প্রথম রোমাঞ্চকর কাহিনিচিত্র এটি। সিনেমাটি প্রযোজনা করেছে র‌্যাব ফোর্সেস ওয়েলফেয়ার ট্রাস্ট ও থ্রি হুইলারস।

ইতোমধ্যে সিনেমাটির নির্মাণ কাজ শেষ হয়েছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক অনুষ্ঠানে সিনেমাটির টিজার প্রকাশ করা হয়।

র‌্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদের অনুপ্রেরণায় লিগ্যাল মিডিয়ার তত্ত্বাবধায়নে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। র‌্যাবের বিভিন্ন ব্যাটালিয়ন চলচ্চিত্রটি নির্মাণে সহায়তা করেছেন বলে আগেই জানিয়েছেন নির্মাতা দীপন।

‘অপারেশন সুন্দরবন’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- রিয়াজ, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, দর্শনা বণিক, তাসকীন রহমান, রওনক হাসান, তুয়া চক্রবর্তী, মনোজ প্রামাণিক, সামিনা বাশার, রাইসুল ইসলাম আসাদ, আরমান পারভেজ মুরাদ, নরেশ ভূইয়া, মানস বন্দোপাধ্যায়, মনির খান শিমুল প্রমুখ।

অর্থসূচক/এএইচআর

 

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.