এবার মানি চেঞ্জারদের জন্যও ডলার বেচা-কেনায় সীমা নির্ধারণ
ডলার সংকট কাটাতে ব্যাংকের মতো মানি চেঞ্জারদের বেলায়ও ডলার বেচা-কেনায় ব্যবধান (স্প্রেড) নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এক্ষেত্রে ব্যাংকের সঙ্গে মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলোর ব্যবধান হবে সবোচ্চ ১ টাকা ৫০ পয়সা।
বলা হয়েছে, ব্যাংক যে দরে…