যে পৌরসভায় কখনোই জেতেনি আওয়ামী লীগ
স্বাধীনতার পর দিনাজপুর সদর পৌরসভায় নির্বাচন হয়েছে ১০ বার। কিন্তু কোনবারই জয় পাননি আওয়ামী লীগের প্রার্থী। বারবার পরাজয়ের কারণ হিসেবে দলীয় বিরোধকেই দেখছেন দলটির নেতারা। তবে এ বছর আওয়ামী লীগের দাবি, কোন্দল মিটে গেছে- এবার জয়ের ব্যাপারে আশাবাদী…