বাণিজ্য মেলায় ২২৪ কোটি টাকার রপ্তানি আদেশ, পণ্য বিক্রি ৩৯৩ কোটি

পূর্বাচলে অবস্থিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ-২০২৬) পর্দা নামল। মাসব্যাপী আয়োজিত এই মেলায় ২২৪ কোটি ২৬ লাখ টাকার (১৭.৯৮ মিলিয়ন মার্কিন ডলার) সম্ভাব্য রপ্তানি আদেশ পাওয়া গেছে এবং স্থানীয়ভাবে প্রায় ৩৯৩ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) মেলার সমাপনী অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার সমাপনী ঘোষণা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানায়, এবারের মেলায় ইলেকট্রনিক্স, বহুমুখী পাট পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য, এবং হস্তশিল্পসহ বিভিন্ন খাতে আফগানিস্তান, সিঙ্গাপুর, হংকং, ভারত ও তুরস্কের মতো দেশগুলো থেকে বড় ধরনের রপ্তানি আদেশ এসেছে। ডিআইটিএফ-২০২৫ এর তুলনায় এবারের মেলায় বিক্রয়মূল্য ৩.৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে গণমাধ্যমকে জানানো হয়।

এবারের মেলায় বাংলাদেশসহ মোট ৭টি দেশের ৩২৯টি প্রতিষ্ঠান অংশ নেয়। বিদেশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়ার অংশিদারিত্ব ছিল উল্লেখযোগ্য। মেলা প্রাঙ্গণে পোশাক, চামড়াজাত পণ্য, প্লাস্টিক ও ফার্নিচারসহ ক্ষুদ্র ও ভারী শিল্পের বিচিত্র পণ্যের সমাহার ছিল। সমাপনী অনুষ্ঠানে স্থাপত্য শৈলী, পণ্য প্রদর্শন এবং সেবার মান বিবেচনায় বিভিন্ন ক্যাটাগরিতে ৪০টি সেরা প্যাভিলিয়ন ও স্টলকে পুরস্কার প্রদানের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়।

এফবিসিসিআই’র প্রশাসক মো. আবদুর রহিম খান এবং ইপিবি’র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন যে, এই মেলার মাধ্যমে প্রাপ্ত রপ্তানি আদেশ দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং স্থানীয় উদ্যোক্তাদের বৈশ্বিক বাজারে প্রবেশের পথ সুগম করবে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.