রাজধানীর ওয়ারী থানাধীন পাস্তা ক্লাব রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে। আহতরা হচ্ছেন, হোটেলের ক্যাশিয়ার শাহ আলাম (৪৫), কর্মচারি ইউনুস (৩০), সৌরভ (২৫), মেহেদী (২৫), মোস্তফা (২৭), আবির (২২), জসিম (২৮) ও কামরুল (২০)।
আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া উদ্ধারকারী ইউসুফ শেখ বলেন, তৃত্বীয় তলায় হোটেলের রান্না ঘরে বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে বিভিন্নভাবে কম-বেশি অনেকে আহত হয়। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনা হয়েছে।
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন হারুনুর রশিদ জানিয়েছেন, আমাদের এখানে কামরুল ও জসিম নামে দুজন রোগী আসছে। তাদের জরুরি বিভাগে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহতদের মধ্যে ৫ জনকে জরুরি বিভাগে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.