সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সকল আশঙ্কা কেটে গেছে। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র সফল হবে না। সাধারণ মানুষ, ভোটার ও প্রার্থীদের মাঝে আর কোনো সংশয় নেই। দেশের মানুষ নির্বাচনের উৎসবে মেতে উঠেছে। নির্বাচন সুষ্ঠু সুন্দর ভাবে সম্পন্ন হবে ইনশাআল্লাহ।
শুক্রবার শৈলকুপা উপজেলার লক্ষনদিয়া গ্রামে নির্বাচনী পথসভায় তিনি এ মন্তব্য করেন।
আসাদুজ্জামান বলেন, একটি দল ভোটের জন্য জান্নাতের টিকিট দেওয়ার মত শিরকি কথাবার্তা বলছে। দলটির নারী কর্মীরা কোরআন শরীফ হাতে নিয়ে তালিম করার নামে ভোট চেয়ে বেড়াচ্ছেন। ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে এমন কোথাও তারা বলছেন। এরকম শিরকি কথা বার্তা বলে ভোট পাওয়া যাবে না। এ ধরনের প্রতিশ্রুতি নির্বাচনী আচরণবিধি ও আইনের লঙ্ঘন।
এর আগে উপজেলা মীনগ্রাম, আবাইপুরসহ বিভিন্ন গ্রামে নির্বাচনী পথসভা করেন তিনি।পথসভায় শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, কেন্দ্রীয় ছাত্রদল নেতা রুবেল হোসেনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.