আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আটটি বিভাগীয় শহরের নির্ধারিত কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, দুই ঘণ্টাব্যাপী এই এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী।
পিএসসি সূত্রে জানা গেছে, এবারের বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেয়া হবে।
এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের মধ্যে সর্বাধিক ৬৫০ জন নিয়োগ দেয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন নেয়া হবে। এছাড়া, নন-ক্যাডার পদে নিয়োগ দেয়া হবে ৩৯৫ জনকে।
৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হচ্ছে ‘এক বিসিএস, এক বছর’-এর যাত্রা। ৫১তম বিসিএস আসার আগেই ৫০তম বিসিএসের পুরো প্রক্রিয়া শেষ করতে চায় পিএসসি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.