ঋণ ব্যবস্থায় অনিয়ম বন্ধে ‘মর্টগেজ প্রোপার্টি ডিপোজিটরি’ ব্যবস্থা চালুর পরিকল্পনা: গভর্নর

ভবিষ্যতে ঋণ ব্যবস্থায় অনিয়ম বন্ধে ‘মর্টগেজ প্রোপার্টি ডিপোজিটরি’ ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এতে ব্যাংকগুলো ৫০ কোটি টাকার বেশি ঋণ বিতরণের সময় বন্ধকী সম্পদ নিবন্ধিত কি না এবং একই সম্পদ অন্য ব্যাংক থেকে ঋণ নিতে ব্যবহৃত হয়েছে কি না—তা সহজেই যাচাই করতে পারবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

গভর্নর আহসান এইচ মনসুর বলেন, “একটা মর্টগেজ পাঁচটা ব্যাংকে দেখানো যাবে না। যদি দেখানো হয়, তাহলে সেটা ব্যাংককে জানাতে হবে। বন্ধকী সম্পর্কে ব্যাংকে সঠিক তথ্য দিতে হবে এবং প্রত্যেক মর্টগেজ রেজিস্টারে লিপিবদ্ধ থাকতে হবে।” তিনি আরও জানান, ভবিষ্যতে কোনো ব্যাংক সম্পত্তি বন্ধক নেওয়ার পর স্বাধীনভাবে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যাচাই করা হবে যে সম্পদের মূল্যায়ন (অ্যাসেস ভ্যালু) সঠিক কি না। বড় ঋণের ক্ষেত্রে এই ব্যবস্থা কার্যকর করতে সময় লাগলেও এটি ঋণ ব্যবস্থার দুর্বলতা দূর করবে বলে তিনি গণমাধ্যমকে জানান।

আসন্ন নির্বাচনের কারণে কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রম স্থবির হওয়া উচিত নয় বলে মনে করেন গভর্নর। তিনি বলেন, “কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে নাগরিকদের সেবা দেওয়ার প্রতিষ্ঠান, এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। গত এক বছরে কেন্দ্রীয় ব্যাংক যে পরিমাণ সংস্কার ও সার্কুলারের মাধ্যমে কাজ করেছে, তা বিগত দুই দশকের তুলনায় উল্লেখযোগ্য।” এছাড়া বৈদেশিক মুদ্রার বাজার ও ফরওয়ার্ড মার্কেটের উন্নতির পাশাপাশি ক্যাপিটাল অ্যাকাউন্ট নিয়ে সামনে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ প্রসঙ্গে গভর্নর জানান, বাংলাদেশ ব্যাংক ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করে ফাইল মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে। বর্তমানে ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “যখন রেজ্যুলেশন করা হয় তখন ব্যাংকের মালিক বা বোর্ড থাকে না, নিয়ন্ত্রক সংস্থা তখন সব দায়িত্ব পালন করে। তবে দ্রুত এমডি নিয়োগ দেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি।”

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.