আরও ৫ কোটি ৫০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

দেশের বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল রাখতে পাঁচ বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ৫ কোটি ৫০ লাখ (৫৫ মিলিয়ন) মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) কেনা এসব ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা। ডলার কেনার ক্ষেত্রে কাট-অফ হারও ১২২ টাকা ৩০ পয়সা নির্ধারণ করা হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি জানুয়ারি মাসে এ পর্যন্ত কয়েক দফায় ডলার কেনা হয়েছে। এর আগে গত ২০ জানুয়ারি দুটি বাণিজ্যিক ব্যাংক থেকে ৪ কোটি ৫০ লাখ ডলার, ১২ জানুয়ারি ১০টি ব্যাংক থেকে ৮ কোটি ১০ লাখ ডলার এবং ৬ জানুয়ারি ১৪টি ব্যাংক থেকে ২২ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার কেনা হয়েছিল। এসব ক্ষেত্রেও ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা। আজকের ক্রয়সহ শুধু জানুয়ারি মাসেই মোট ৭৯ কোটি ৮০ লাখ (৭৯৮ মিলিয়ন) মার্কিন ডলার বাজার থেকে সংগ্রহ করল কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, চলতি ২০ dossiers৫-২৬ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত) কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে মোট ৩৯৩ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার কিনেছে, যা ৩ দশমিক ৯৩ বিলিয়ন ডলারের বেশি। মূলত রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং রফতানি আয় বাড়ার কারণে বাজারে ডলারের সরবরাহ বাড়ায় এই সুযোগ তৈরি হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, ২০২৪ সালের আগস্টের পর থেকে বাজারে ডলার বিক্রির পরিবর্তে ডলার কেনার দিকেই মনোযোগ দিয়েছে তারা। এই প্রক্রিয়ার ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়ছে। ২০২৬ সালের জুন নাগাদ রিজার্ভ ৩৫ থেকে ৩৬ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। বর্তমানে কারেন্ট অ্যাকাউন্ট ভারসাম্যপূর্ণ অবস্থায় থাকায় বিনিময় হার ১২২ থেকে ১২৩ টাকার মধ্যে স্থিতিশীল রয়েছে বলে গণমাধ্যমকে জানানো হয়।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.