যমুনা ব্যাংক পিএলসি-এর উদ্যোগে আইএফআরএস-৯ (IFRS-9) এর আওতায় এক্সপেক্টেড ক্রেডিট লস (ECL) বাস্তবায়ন বিষয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি গুলশানস্থ রিলায়্যান্স বিল্ডিংয়ে ব্যাংকের ট্রেনিং একাডেমী প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
প্রশিক্ষণ সেশনটি পরিচালনা করেন প্রাইসওয়াটারহাউসকুপারস (PwC) বাংলাদেশের ম্যানেজার আব্দুর রহমান। তিনি আইএফআরএস-৯, ইসিএল মডেলিং, স্টেজিং (Stage-1, Stage-2 ও Stage-3), প্রোবাবিলিটি অফ ডিফল্ট (PD), লস গিভেন ডিফল্ট (LGD), এক্সপোজার অ্যাট ডিফল্ট (EAD) এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ইসিএল বাস্তবায়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়সমূহ উপস্থাপন করেন। এই প্রশিক্ষণের মাধ্যমে আইএফআরএস-৯ অনুযায়ী ইসিএল বাস্তবায়নে ব্যাংকের সক্ষমতা আরও জোরদার হবে বলে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানান।
অনুষ্ঠানে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং সিআরও মোঃ শাহীদুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং হেড অফ হোলসেল ব্যাংকিং ডিভিশন মোঃ জাহাঙ্গীর আলম ও প্রাইসওয়াটারহাউসকুপারস (PwC) বাংলাদেশের ডিরেক্টর (অ্যাডভাইজরি) সায়েকা মসলেমসহ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় যমুনা ব্যাংকের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখা থেকে মোট ৪১ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। ব্যাংকের আর্থিক ঝুঁকি মোকাবিলা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হিসাবরক্ষণ পদ্ধতি আধুনিকায়নের লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.