নীতি সুদহার অপরিবর্তিত রাখল ফেডারেল, স্বায়ত্তশাসন রক্ষায় অনড় পাওয়েল

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে। এর মধ্য দিয়ে ফেডের চেয়ারম্যান জেরোম পাওয়েল নীতি নির্ধারণে আবারও স্বায়ত্তশাসন বজায় রাখলেন এবং রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করলেন না। ফেডারেল রিজার্ভ জানিয়েছে, নীতি সুদহার ৩ দশমিক ৫ থেকে ৩ দশমিক ৭৫ শতাংশের মধ্যেই রাখা হবে। ফেডের ভাষ্যমতে, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্প্রসারণের গতি বর্তমানে ‘স্থিতিশীল’।

অর্থনীতিতে স্বাভাবিকতা ফিরে আসার সঙ্গে সঙ্গে ২০২৫ সালে টানা তিনবার নীতি সুদহার কমানো হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুদের হার আরও কমানোর পক্ষে অবস্থান নিয়েছেন। তবে ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল তাতে কর্ণপাত করেননি। কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার প্রশ্নে পাওয়েল অনড় থাকায় ট্রাম্প তার প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন এবং সম্প্রতি ফেড ভবন সংস্কার নিয়ে পাওয়েলের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু হয়েছে। এ প্রসঙ্গে পাওয়েল বলেন, কেন্দ্রীয় ব্যাংক যদি স্বাধীনতা হারায়, তবে বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করা কঠিন হয়ে পড়ে। মুদ্রানীতি যেন রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়, সে জন্য কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা অপরিহার্য বলে তিনি গণমাধ্যমকে জানান।

আগামী মে মাসে পদ ছাড়তে যাওয়া পাওয়েল সুদহার অপরিবর্তিত রাখার ব্যাখ্যায় বলেন, “অর্থনীতির শক্তিমত্তা আবার আমাদের চমকে দিয়েছে।” শ্রমবাজারে স্থিতিশীলতার ইঙ্গিত থাকলেও কর্মসংস্থানের গতি কম এবং বেকারত্বের হার কিছুটা কমেছে। গত বছরের তিন দফা সুদ কমানোর প্রভাব নীতিনির্ধারকেরা এখনো পর্যবেক্ষণ করছেন। মূল্যস্ফীতি এখনো ফেডের ২ শতাংশ লক্ষ্যমাত্রার ওপরে রয়েছে। পাওয়েলের বক্তব্যের আগে এসঅ্যান্ডপি ৫০০ সূচক ইতিহাসে প্রথমবারের মতো ৭ হাজার পয়েন্ট ছাড়ালেও শেষ পর্যন্ত অপরিবর্তিত থাকে।

ফেডের মুদ্রানীতি কমিটির বৈঠকে স্টিফেন মিরান ও ক্রিস্টোফার ওয়ালার সুদ কমানোর পক্ষে ভোট দিলেও পর্ষদ অর্থনৈতিক তথ্য-উপাত্তের ভিত্তিতে সুদহার স্থির রাখার সিদ্ধান্তে আত্মবিশ্বাস দেখিয়েছে। বিশ্লেষকদের মতে, ফেডের স্বাধীনতা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে সোনার দাম বাড়ছে এবং ডলারের সূচক চার বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এদিকে ওয়াল স্ট্রিটের ধারণা, ফেডের পরবর্তী নেতৃত্ব সুদ কমানোর পক্ষে সহানুভূতিশীল হতে পারে বিধায় ২০২৬ সালে দুই দফা সুদের হার কমার সম্ভাবনা রয়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.