পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসার জন্য ইরানের হাতে সময় খুব বেশি নেই বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষায়, সময় ফুরিয়ে আসছে।
পারস্য উপসাগর এলাকায় মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর প্রক্রিয়ার মাঝেই তিনি এ হুঁশিয়ারি দেন।
ডোনাল্ড ট্রাম্প বলেন, মার্কিন নৌবাহিনীর একটি বহর বিপুল শক্তি ও দৃঢ় উদ্দেশ্য নিয়ে দ্রুতগতিতে ইরানের দিকে অগ্রসর হচ্ছে। পরিস্থিতি যেকোনো সময় ঘুরে যেতে পারে। ফলে ইরানের হাতে সময় সীমিত।
এর জবাবে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন জানায়, পারস্পরিক সম্মান ও স্বার্থ বিবেচনায় তেহরান আলোচনায় বসতে রাজি আছে। তবে ইরানের ওপর কোনোভাবে চাপ প্রয়োগ করা হলে ইরান আত্মরক্ষার জন্য দৃঢ় অবস্থান নেবে এবং নজিরবিহীনভাবে তার জবাব দেবে বলেও সতর্ক করা হয়।
ইরান বরাবর-ই দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ। পাশাপাশি, তারা বারবার পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.