পুঁজিবাজার নিয়ে আজ অর্থ মন্ত্রণালয়ে বৈঠক

দেশের পুঁজিবাজার পরিস্থিতি পর্যালোচনা ও এই বাজারের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠকে বসছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় সচিবালয়ের অর্থ বিভাগের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে,  সভায় ডিএসই ও সিএসই একীভূত করা, সিডিবিএলকে পুঁজিবাজারের তালিকাভুক্ত করা এবং সেন্ট্রাল কাউন্টার পার্টি বাংলাদেশ লিমিটেডকে (সিসিবিএল) ডিএসইর সাবসিডিয়ারি হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা হবে।

জানা গেছে, সরকার দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) একীভূত করে অন্তর্বর্তী সরকার একটি জাতীয় স্টক এক্সচেঞ্জ গঠনের কথা ভাবছে। পুঁজিবাজারের সংস্কার, শক্তিশালীকরণ এবং দীর্ঘ মেয়াদে বিনিয়োগ ও আস্থার উন্নয়নের স্বার্থেই এ পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হচ্ছে।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.