অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা

ভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও আওতাধীন সংস্থায় কর্মরত ১১৮ জন যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব রফিকুল হকের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে- এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ‘পদোন্নতি পাওয়া কোনও কর্মকর্তার বিরুদ্ধে কোনও অভিযোগ পাওয়া গেলে অভিযুক্ত কর্মকর্তার পদোন্নতির এই আদেশ বাতিল বলে গণ্য হবে।’

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.