ঢাকা ব্যাংক মাস্টারকার্ড কার্ডহোল্ডারদের জন্য শীতকালীন ক্যাম্পেইন ‘স্পেন্ড অ্যান্ড উইন’

ঢাকা ব্যাংক এবং মাস্টারকার্ড যৌথভাবে তাদের কার্ডহোল্ডারদের জন্য আকর্ষণীয় শীতকালীন ক্যাম্পেইন ‘স্পেন্ড অ্যান্ড উইন’ চালু করার ঘোষণা দিয়েছে। এই ক্যাম্পেইনের আওতায় ঢাকা ব্যাংক মাস্টারকার্ড ব্যবহারকারীরা কেনাকাটা করে জিতে নিতে পারেন দারুণ সব পুরস্কার, যার মধ্যে গ্র্যান্ড প্রাইজ হিসেবে থাকছে কেনিয়ায় একটি কাপল ট্যুর বা যুগল ভ্রমণ।

সোমবার (২৬ জানুয়ারি) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হলো ঢাকা ব্যাংক মাস্টারকার্ডধারীদের ক্যাশলেস বা নগদহীন লেনদেনে উৎসাহিত করা এবং শীতকালীন কেনাকাটাকে আরও আনন্দদায়ক ও ফলপ্রসূ করা। ক্যাম্পেইন চলাকালীন কার্ডহোল্ডাররা তাদের দৈনন্দিন কেনাকাটায় ঢাকা ব্যাংক মাস্টারকার্ড ব্যবহার করলে স্বয়ংক্রিয়ভাবে লটারির মাধ্যমে পুরস্কার জেতার সুযোগ পাবেন।

গ্র্যান্ড প্রাইজ হিসেবে কেনিয়া সফরের পাশাপাশি বিজয়ীদের জন্য থাকছে আরও ৪৫টি আকর্ষণীয় পুরস্কার। কার্ডহোল্ডারদের জন্য এটি এই মৌসুমের অন্যতম সেরা এবং ফলপ্রসূ অফার হিসেবে বিবেচিত হচ্ছে।

এই উদ্যোগের মাধ্যমে ঢাকা ব্যাংক গ্রাহক সেবা এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও আধুনিক ও জনপ্রিয় করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। অন্যদিকে মাস্টারকার্ড তার গ্রাহকদের জন্য ‘প্রাইসলেস’ বা অমূল্য অভিজ্ঞতার সুযোগ তৈরি করে দিচ্ছে।

ক্যাম্পেইনের বিস্তারিত তথ্য, যোগ্যতার শর্তাবলি ও নিয়মাবলি জানতে গ্রাহকদের ঢাকা ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে অথবা ঢাকা ব্যাংক কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.